জুন ১০, ২০২৩ ১২:৫০ সকাল



ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সহায়তা কার্যক্রম।

মোঃজাহিরুল ইসলাম নিস্তব্ধ
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে বয়স্ক মহিলা ও পুরুষদের জরুরী
স্বাস্থ্যসেবা প্রদানের জন্য বিনামূল্যে চিকিৎসা সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ২২২ পদাতিক ব্রিগেড এর আয়োজনে ও দি বেবী
টাইগারের সার্বিক ব্যাবস্থাপনায় শনিবার জেলার বালিয়াডাঙ্গী
উপজেলার লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ চিকিৎসা সহায়তা কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।
চিকিৎসা সহায়তা কার্যক্রমে জরুরী চিকিৎসাসেবা নিতে আসা
রোগীদের পর্যবেক্ষণ সহ এ কার্যক্রমের পরিচালনা করেন বাংলাদেশ
সেনাবাহিনীর ৬৬ পদবী ডিভিশনের ২২২ পদাতিক ব্রিগেড এর ৪ ইস্ট
বেঙ্গলের চিকিৎসক কেপ্টেন নাইম।
চিকিৎসা সহায়তা কার্যক্রমে উপস্থিত
থেকে সহায়তা করেন ৪ ইস্ট বেঙ্গলের লে: ক: বকতিয়ার এবং কেপ্টেন কাওসার।
এসময় অঅরো উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউপি
চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জি ও ১ নং পাড়িয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান।
চিকিৎসক কেপ্টেন নাইম জানান, আমরা এ এলাকার অসহায় ও বয়স্ক মহিলা
এবং পুরুষদের জরুরী চিকিৎসা দেবার জন্যেই সারাদিন ব্যাপী এ
কার্যক্রমটি পরিচালনা করছি এবং চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের
আমরা প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করছি। পরবর্তীতে এ
কার্যক্রমটি আমরা পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় পরিচালনা করবো।



Comments are closed.

      আরও নিউজ