সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সর্বজনীন পেনশন স্কিম মেলা অনুষ্ঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতেবুধবার (১৫ মে) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সর্বজনীন পেনশন স্কিম মেলা উদ্বোধনী করা হয়।সুখে ভরবে আগামী দিন,পেনশন এখন সর্বজনীন এই স্লোগানে পেনশন কর্মসূচির প্রতি সাধারণ মানুষকে আগ্রহী করে তুলতে প্রথমবারের মতো দিনব্যাপী সর্বজনীন পেনশন স্কিম মেলাঅনুষ্ঠিত হয়েছে।পরে বালিয়াডাঙ্গী নির্বাহী অফিসার আফছানা কাওছারের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সেসময় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহরিয়ার,উপজেলা শিক্ষা অফিসার অতুল চন্দ্র রায়,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল করিম প্রমুখ।বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওছার জানান,দিনব্যাপী মেলায় ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে বালিয়াডাঙ্গীর জনগণ পেনশন স্কিমে রেজিস্ট্রেশন এর মাধ্যমে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ ছিল।মেলায় বিভিন্ন সরকারি দপ্তর,ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ ১৪টি স্টলে সর্বজনীন পেনশনের বিভিন্ন স্কিমে নিবন্ধন প্রক্রিয়া,সুবিধাদি ও পেনশন সংক্রান্ত নিয়ম-নীতি বিষয়ক পোস্টার, লিফলেট ও ডকুমেন্টরি প্রদর্শণ করা হয়।

সম্পর্কিত