সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে নতুন নৌকার মাঝি মাজহারুল ইসলাম সুজন

মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের তিনটি আসনের মধ্যে একটিতে নতুন নৌকার মাঝি হলেন। বাকি দুইটিতে পুরোনোরাই আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঠাকুরগাঁও -১ (সদর) আসনের জাতীয় সংসদের বর্তমান সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন , ঠাকুরগাঁও -২ (বালিয়াডাঙ্গী- হরিপুর, ধর্মগড় ও কাশিপুর) আসনে বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. দবিরুল ইসলামের ছেলে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন এবং ঠাকুরগাঁও-৩ ( পীরগঞ্জ – রাণীশংকৈল ) আসনের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এমদাদুল হক নৌকার মনোনয়ন পেয়েছেন।

এদের মধ্যে ঠাকুরগাঁও -২ আসনে মাজহারুল ইসলাম সুজন আওয়ামী লীগের প্রথম মনোনয়ন পেলেন।

সম্পর্কিত