ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার আখানগর ধান ক্ষেতে রাখা ধানের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৪০ শতাংশ জমির ধান পুড়ে ২০ থেকে ২৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কৃষকের।
বুধবার গভীর রাতে ভোরে উপজেলার আখানগর ইউনিয়নের দলুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক সোহাগ ইসলাম বলেন, দলুয়া পাড়া এলাকায় আমার প্রায় ৩ একর জমিতে ধান কেটে রাখা হয়েছে এর মধ্যে গত রাতে কে যেন শত্রুতা করে ৪০ শতক জমির ধানের গাদায় আগুন লাগিয়ে দেয়।
তিনি আরও বলেন গত রাতে ধানের গাদায় আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন আমাকে খবর দিলে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায়। সোহাগ বলেন শত্রুরা আমার ধানের গাদায় আগুন দিয়েছে। এতে ৪০ শতাংশ জমির ধান পুড়ে প্রায় ৩০ হাজার র ক্ষতি হয়েছে।”
এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেবেন বলে জানান সোহাগ ইসলাম। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, বিষয়টি জানা নেই। ক্ষতিগ্রস্ত কৃষক অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে
