বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে দুইটিতে নৌকা একটিতে লাঙ্গলঠাকুরগাঁওয়ে দুইটিতে নৌকা একটিতে লাঙ্গল

আহসান হাবিব ঠাকুরগাঁও প্রতিনিধি;ঠাকুরগাঁওয়ে তিনটি আসনের মধ্যে দুইটি আসনে নৌকা ও একটিতে লাঙ্গনের প্রার্থী বিজয়ী হয়েছে।

রবিবার রাতে জেলা রিটার্নিং অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন।নির্বাচিতরা হলেন- ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রমেশ চন্দ্র সেন ২০৫৩১৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গলের প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী রেজাউর রাজি পেয়েছেন ১৩৯৪০ ভোট৷
ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাজহারুল ইসলাম ১১৫৪১৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলী আসলাম জুয়েল পেয়েছেন ৫৭২৪৫ ভোট৷
ঠাকুরগাঁও-৩ আসনে মহাজোট মনোনীত জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন ১০৬৭১৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতুড়ি প্রতীকের ওয়াকার্স পার্টির প্রার্থী গোপাল চন্দ্র পেয়েছেন ৬৪৮২১ ভোট৷এর আগে সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহন। চলে বিকাল ৪ টা অবদি। ০৩টি সংসদীয় আসনে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ১১ লক্ষ ৪২ হাজার ৯২৩জন। তিনটি আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ৪১৭টি।

এর মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে- ১৮৫টি,ঠাকুরগাঁও-২ আসনে-১০৪ টি ও ঠাকুরগাঁও-৩ আসনে-১২৮ টি।

সম্পর্কিত