বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে জমে উঠেছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা

আহসান হাবিব স্টাফ রিপোর্টারঃ

জমে উঠেছে দ্বিতীয় ধাপের ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের নির্বাচনী প্রচার প্রচারণা। প্রতীক বরাদ্দের পরপরই দিনে-রাতে সমানতালে চলছে প্রচার-প্রচারণা ও জনসংযোগ।পোস্টার টানানোর পাশাপাশি চলছে মাইকিং। তবে সুষ্ঠু পরিবেশে সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটারা।

ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে,আগামি ২১ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারে নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে তাদের পাল্টা পাল্টি অভিযোগে নির্বাচনী মাঠ অনেকটা উত্তাপ ছড়াচ্ছে।।

সাধারণ ভোটারদের অভিমত জনগনের কল্যানে কাজ করবে এমন সৎ ও যোগ্য প্রার্থীকেই ভোট দিতে চায় তারা। দ্বিতীয় ধাপে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে, ৩ টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৯ জন প্রার্থী।তাদের মধ্যে অনেকেই নতুন মুখ। প্রতীক পেয়েই প্রচার-প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন তারা।ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।
প্রার্থীভোটাররা বলছেন,বিপদে আপদে যাকে কাছে পাবেন এবং এলাকার উন্নয়ন হবে তাকেই নির্বাচিত করবেন তারা।

সম্পর্কিত