আহসান হাবিব স্টাফ রিপোর্টারঃ
জমে উঠেছে দ্বিতীয় ধাপের ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের নির্বাচনী প্রচার প্রচারণা। প্রতীক বরাদ্দের পরপরই দিনে-রাতে সমানতালে চলছে প্রচার-প্রচারণা ও জনসংযোগ।পোস্টার টানানোর পাশাপাশি চলছে মাইকিং। তবে সুষ্ঠু পরিবেশে সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটারা।
ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে,আগামি ২১ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারে নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে তাদের পাল্টা পাল্টি অভিযোগে নির্বাচনী মাঠ অনেকটা উত্তাপ ছড়াচ্ছে।।
সাধারণ ভোটারদের অভিমত জনগনের কল্যানে কাজ করবে এমন সৎ ও যোগ্য প্রার্থীকেই ভোট দিতে চায় তারা। দ্বিতীয় ধাপে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে, ৩ টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৯ জন প্রার্থী।তাদের মধ্যে অনেকেই নতুন মুখ। প্রতীক পেয়েই প্রচার-প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন তারা।ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।
প্রার্থীভোটাররা বলছেন,বিপদে আপদে যাকে কাছে পাবেন এবং এলাকার উন্নয়ন হবে তাকেই নির্বাচিত করবেন তারা।