সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে ঘরে আগুন;ঘুমন্ত শিশুর মৃত্যু

আব্দুল ওহাব,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে একটি ঘর পুড়ে গেছে। এসময় ঘরটির ভেতরে থাকা প্রণয় নামের তিন মাস বয়সী একটি শিশু দগ্ধ হয়ে মারা গেছে বলে   গেছে।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের দক্ষিণ মণ্ডল পাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ জানায়, দক্ষিণ মণ্ডলপাড়া গ্রামের দিপু চন্দ্র রায় প্রতিদিনের মতো আজ সকালে কাজের জন্য বাড়ির বাইরে যান। দুপুরে দিপুর স্ত্রী শিশু প্রণয়কে ঘুম পাড়িয়ে বাড়ির বাইরে গোবর কুড়াতে যান। এসময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে দিপু চন্দ্রের ঘরে আগুন লাগে। আশেপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘরটির ভেতর থেকে শিশু প্রণয়ের লাশ উদ্ধার হয়।

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দুলাল উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বসত ঘরে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পর্কিত