সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে এক কলেজে একজন পরীক্ষার্থী;সেও ফেল 

মোঃআশরাফুল ইসলাম, ঠাকুরগাঁওঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পীরগঞ্জ আদর্শ মহাবিদ্যালয় থেকে এ বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিয়েছিলেন মাত্র একজন পরীক্ষার্থী। রোববার ফলাফল প্রকাশ হলে দেখা যায়, ফেল করেছেন ওই পরীক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ মহসিন হক বাবুল। তিনি জানান, ২০০১ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে। এখানে বর্তমানে তিনিসহ ১৩ জন শিক্ষক রয়েছেন। কয়েক বছর আগেও কলেজটি ভালো ফল করলেও দীর্ঘ প্রায় এক যুগ ধরে এমপিওভুক্ত না হওয়া শিক্ষকদের মধ্যে হতাশা কাজ করছে। এ বছর মানবিক থেকে একজন পরীক্ষার্থী অংশ নেয়। সেও ফেল করেছে।

আজ সরেজমিনে কলেজে গিয়ে দেখা যায় কলেজের ক্লাসরুমে জমিতে চাষাবাদ করার জন্য কলেজের অধ্যক্ষের লোকজন বীজ আলু কাটাছে।কলেজের মাঠে গরু মহিষ দিয়ে ঘাশঁ খাওয়ানো হচ্ছে। পরিত্যাক্ত অবস্থায় রয়েছে বেশ কয়েকটি রুম।

এ বিষয়য়ে এলাকাবাসী জব্বার আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন,কলেজে কোন টিচার আসে না। কারণ তাদের বেতন হয়নি।

অধ্যক্ষ বলেন, বর্তমানে কলেজটিতে শিক্ষার্থী রয়েছেন ৫৪ জন।

সম্পর্কিত