রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক কারবারি আটক

আহসান হাবিব স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়ায় ২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল আমিন (২৩) নামে একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৯ মার্চ) দিবাগত রাতে সদর উপজেলার রুহিয়া থানাধীন ২ নং আখানগর ইউনিয়নের দক্ষিন ঝাড়গাঁও গ্রামের জৈনেক ইসা হক এর বসতবাড়ী পাশে থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, আটককৃত আল আমিন (২৩) ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান (নদীপাড়া) এলাকার মৃত আবুল কালামের ছেলে।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গুলফামুল ইসলাম মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে আখানগর ইউনিয়নের দক্ষিন ঝাড়গাঁও এলাকায় অভিযান চালিয়ে আসামির শরীর তল্লাশি করে ২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
এবিষয়ে এসআই আবু হানিফ মন্ডল বাদি হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। মামলা নং ৩ আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পর্কিত