বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি
বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ের হরিপুরে নতুন বই উৎসব অনুষ্ঠিত

গোলাম রব্বানী,হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃসারা দেশের ন‍্যায় ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বই উৎসব কার্যক্রম উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ জামাল উদ্দিন প্রধান শিক্ষক হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, হরিপুর ঠাকুরগাঁও। আলোচনা শেষে ছাত্র-ছাত্রীদের অনুষ্ঠানিকভাবে

সরকারি নতুন বই হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আরিফুজ্জামান ।
সোমবার ০১/০১/২০২৪ ই্ং দুপুর ১২টার সময় হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এই বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার মান-উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আরিফুজ্জামান । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রাইহানুল হক মিয়া, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার ইবনে সুলতান আল-রাজিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
আরোও উপস্থিত ছিলেন, হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জনাব, মোঃ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক জনাব মোঃ রিয়াজুল ইসলাম জনাব মোঃ মাজেদুর রহমান সাজু জনাব মোঃ শফিকুল ইসলাম জনাব মোঃ নূরে আলমসহ সহকারী শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী গন।

সম্পর্কিত