রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাবান, ১৪৪৬ হিজরি
রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাবান, ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আহসান হাবিব রুবেল স্টাফ রিপোর্টার:

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা জাতীয়তাবাদী মহিলা দলের  দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে রুহিয়া আবু নুর চৌধুরীর মিল মাঠে উক্ত দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

রুহিয়া থানা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী রহিমা খাতুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদিকা পারুল বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক বিএনপি ঠাকুরগাঁও জেলা ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,  মোছা: ফোরাতুন নাহার প্যারিস, সভানেত্রী মহিলা দল ঠাকুরগাঁও জেলা, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, পয়গাম আলী যুগ্ন সাধারণ সম্পাদক বিএনপি ঠাকুরগাঁও জেলা, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মোছা: নাজমা আক্তার সম্পাদিকা মহিলা দল ঠাকুরগাঁও জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: আল মামুন আলম সহ-সভাপতি বিএনপি ঠাকুরগাঁও জেলা, বীরমুক্তিযোদ্ধা মোস্তফা কামাল সাবেক সভাপতি রুহিয়া থানা বিএনপি, মো: আব্দুস জব্বার সভাপতি রুহিয়া থানা বিএনপি, মো: মতিউর রহমান প্রকাশনা বিষয়ক সম্পাদক বিএনপি ঠাকুরগাঁও জেলা, মোছা: লিলি মনোয়ারা মহিলা বিষয়ক সম্পাদিকা বিএনপি ঠাকুরগাঁও জেলা, মো: জহিরুল ইসলাম রিপন সাধারণ সম্পাদক রুহিয়া থানা বিএনপি প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশন জাতীয়তাবাদী মহিলা দলের ঠাকুরগাঁও জেলার সভানেত্রী ফেরাতুন নাহার প্যারিসের সভাপতিত্বে শুরু হয়। সম্মেলনের গেস্ট অব অনার ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক পয়গাম আলী রুহিয়া থানা মহিলাদলের সভানেত্রী মোছা: রহিমা খাতুন, সাধারণ সম্পাদিকা মোছা: পারুল বেগম এবং সাংগঠনিক সম্পাদিকা জেসমিন চৌধুরীর নাম ঘোষণা করেন। সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে দ্বি-বার্ষিক সম্মেলনের সমাপ্তি ঘোষনা করেন।

সম্পর্কিত