সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়িতে প্রায় ৩৪ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

মোঃ আশরাফুল ইসলাম,স্টাফ রিপোর্টার:

ঠাকুরগাঁওয়ে প্রায় ৩৪ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে পুকুরে পাহাড় বাধার সময় প্রায় ৩৪ কেজি ওজনের একটি মূর্তি উদ্ধার করেছেন ইয়াছিন আলী নামে এক ব্যবসায়ী।পরে খবর পেয়ে মূর্তিটি ঠাকুরগাঁও সদর পুলিশ তাদের হেফাজতে নিয়ে যায়।

শনিবার (২৫ মে) সকাল আনুমানিক সাড়ে ১১ টার সময় ঠাকুরগাঁও সদর উপজেলার ১৯ নং বেগুনবাড়ি ইউনিয়নের পশ্চিম বেগুনবাড়ি রাজাপুকুর বাজারের পশ্চিম পাশে বহুপুকুর নামক স্থানে পুকুরের পাহাড় বাধার সময় এ মূর্তিটি পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দা আসরারুল হক জামালি জানান,আমাদের বহু পুকুরে একটি কষ্টিপাথরের মূর্তি পাওয়া গেছে, এটার ওজন ৩৩ কেজি ৮০০ গ্রাম।শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে আমার চাচা ইয়াসিন আলী প্রথমে দেখতে পান, পরে আমাদেরকে খবর দিলে আমরা পুলিশকে খবর দি, পরে পুলিশ এসে মূর্তিটি নিয়ে যায়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

সম্পর্কিত