সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁও’এ কলেজের বাগান থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃ জাহাঙ্গীর আলম, রুহিয়া( ঠাকুরগাঁও ) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রুহিয়া ডিগ্রি কলেজের আম বাগান থেকে রোমান (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রুহিয়া থানা পুলিশ।
সোমবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার সময় রুহিয়া ডিগ্রি কলেজের পিছনে আম বাগানে এক যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে রুহিয়া থানা পুলিশ লাশকে উদ্ধার করে মর্গে পাঠায়।
স্থানীয়রা জানায়, নিহত রোমান রুহিয়া ইউনিয়নের ঘনিমহেষপুর গ্রামের সুলতান আলম( ন্যাকা) এর ছেলে।
এদিকে স্থানীয় কিছু যুবকের সাথে রোমানের কথা কাটাকাটি হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে ছেলে আত্মহত্যা করেছে বলে দাবি করেন নিহত রোমানের পিতা সুলতান আলম( ন্যাকা)।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল বলেন, খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করা হয়েছে। মৃত্যুর বিষয় অধিকতর জানার জন্য লাশকে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সুরতহালের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সম্পর্কিত