মোঃ নুরুল ইসলাম বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধিঃগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ ফিল্লুল হাকিম বলেছেন, রেলওয়ের টিকেট নিয়ে যাত্রীদের কোন প্রকার অভিযোগ নেই। আমাদের এই সীমিত সামর্থের মধ্যে এবার ঈদের আগে আমরা যে ব্যবস্থা নিয়েছি এর চেয়ে ভালো কোন ব্যবস্থা হতে পারে না।
শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে ‘হার পাওয়ার প্রকল্পের’ প্রশিক্ষণার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।
জিল্লুল হাকিম বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ট্রেনে যাত্রীদের কোনো ভোগান্তি হচ্ছে না। তারা খুব সহজেই এবার টিকিট পেয়েছেন। এবার মানুষের কোনো অভিযোগ নেই। বর্তমানে টিকিট কালোবাজারি নেই। যাত্রীদের টিকিট নিয়ে কোনো অভিযোগও নেই। নির্বিঘ্নে যাত্রীরা ট্রেনে চলাচল করতে পারছেন।
এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ, জেলা পরিষদের চেয়ারম্যান এ. কে. এম শফিকুল মোরশেদ আরুজ প্রমুখ উপস্থিত ছিলেন।