মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

মোাঃ লুৎফর রহমান লিটন,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেললাইনে মোবাইল ফোনে কথা বলার সময় ইয়াদুল হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উল্লাপাড়া আদর্শগ্রামের আব্দুল লতিফের ছেলে।

রবিবার(১৪ এপ্রিল) সকাল সাড়ে ৭ টার দিকে উল্লাপাড়ার ঘাটিনা রেলসেতুর ওপর ইয়াদুল হোসেন ফোনে কথা বলছিল, এসময় চাপাইনবয়াবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী লোকাল ট্রেন চলে আসে। আশেপাশের লোকজন যুবকটিকে ডাকাডাকি করলেও শুনতে পাননি, সে ফোনে কথা বলার মগ্নে ছিলেন। মুহূর্তেই ট্রেনের সাথে ধাক্কা লাগে, যুবকটির দেহ দুভাগ হয়ে যায়।
উল্লাপাড়া মডেল থানা উপপরিদর্শক জাহিদুল ইসলাম জানান নিহত যুবক তার স্ত্রীর সাথে অভিমান করে সকালে বাড়ি থেকে বের হয়েছে। পরে ঘাটিনা রেল ব্রিজের ওপর ফোনে কথা বলছিলেন, এসময় ট্রেন এসে তাকে ধাক্কা দেয় ঘটনাস্থলে সে মারা যায়। লাশ রেলপুলিশ তাদেরআইনি প্রক্রিয়া শেষ করে, পরিবারের কাছে হস্তান্তর করেছে।

সম্পর্কিত