বিশ্বনাথ সরকার,স্টাফ রিপোর্টারঃদিনাজপুর জেলার হাকিমপুর উপজেলাধীন হিলি রেলস্টেশনে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে ঝুলন্ত অবস্থায় মধ্যবয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন,পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনখানি ক্রসিংয়ের জন্য আনুমানিক বিকেল ৪টা ২০ মিনিটে হিলি রেলস্টেশনে এসে দাঁড়ায়। এসময় স্থানীয়রা ওই ট্রেনের ইঞ্জিনের সামনের হুকে মধ্যবয়সী এক নারীর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
পরে হিলি প্লাটফর্মে অবস্থানরত লোকজন
হিলি রেলওয়ে পুলিশ কে খবর দিলে রেলওয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জানান, নিহত ওই নারীর নাম পরিচয় জানা যায়নি। ইঞ্জিনের সামনে লাশ কেমন করে এলো। এটি হত্যা নাকি দুর্ঘটনা তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
স্থানীয় ভাবে জানা যায় স্বল্প বিরতিহীন দ্রতগামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনখানি হিলি রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি না থাকলেও পার্বতীপুরে স্টেশনে যাত্রা বিরতির পর ক্রোসিংয়ের জন্য সরাসরি হিলি রেলস্টেশনে এসে দাঁড়ায়।