সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ট্রাকের ধাক্কায় একজন নিহত

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় বাচ্চা মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ সোমবার (১৩ মে) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাচ্চা মিয়া একই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, দুপুরে বাজার থেকে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন বাচ্চা মিয়া। এসময় পেছন থেকে আসা বুড়িমারীগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কিন্তু তার আগেই ট্রাক নিয়ে চালক পালিয়ে যান।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পর্কিত