মার্চ ২৬, ২০২৩ ১২:২২ সকাল



টাংগুয়া আদর্শ সমাজ কল্যাণ সংঘের ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি

টাংগুয়া আর্দশ সমাজ কল্যান সংঘের পক্ষ থেকে,ছাত্র -ছাত্রীদের উদ্যোগে চাল,ডাল, তেল সাবান, মাস্ক, লিফলেট,
বিতরণ করা হয় এবং মসজিদে মসজিদে স্পে দেওয়া সহ জনসচেতনতায় মাইকিং করা হয়েছে।
শুক্রবার সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত ঘরে ঘরে গিয়ে হতদরিদ্রের মাঝে চাল, ডাল, তেল, সাবান, মাস্ক, লিফলেট বিতরণ করেন,
লিফলেটে লিখা ছিল,অসুস্থ হয়ে পড়লে করণীয়,কিভাবে ছড়ায়,করোনা ভাইরাস/নোভেল করোনা ভাইরাস কী?,কখন সন্দেহ করবেন আপনি করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন?,আপনি কিভাবে নিজেকে নিরাপদে রাখবেন? ইত্যাদি পয়েন্টগুলোতে নানান উদাহরণ দিয়ে লিফলেটগুলোকে সাজানো হয়েছে, করোনা ভাইরাস প্রাদুর্ভাব ও সংকটকালীন সময়ে অতি দরিদ্র, দিনমজুর, কর্মহীন বেকার ও অস্বচ্ছল ব্যক্তিদের,মাঝে ত্রাণ বিতরণ করেন, এসময় উপস্থিত ছিলেন, মোঃ হাদিউজ্জামান,মাফিকুল ইসলাম উজ্জ্বল, গোলাম কিবরিয়া, রাশিদুজ্জান রায়হান, রুবেল,আলমান আহমেদ নিরব, সাদিকুল ইসলাম বাপ্পি, রমজান আহমেদ নিবিড়,সাইবুর রহমান,রুকন,মাফিক, নাইমুল ইসলাম, হাওয়া আক্তার,রুবি আক্তার,ডালিয়া আক্তার,রিমা বেগম, হালিমা বেগম, প্রমুখ



Comments are closed.

      আরও নিউজ