মার্চ ২৩, ২০২৩ ১:১১ বিকাল



জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পিপিই দিলেন ওয়ালটন

 

জয়পুরহাট প্রতিনিধিঃ
চলমান কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় জরুরি চিকিৎসা সেবার জন্য চিকিৎসকদের সুরক্ষায় ওয়ালটনের পক্ষ থেকে পাঁচ হাজার পিপিই দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের চিকিৎসক এবং নার্সদের জন্য ৩২টি পিপিই দেওয়া হয়েছে।

আজ রোববার (৬ এপ্রিল) সকালে হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নুরনবী ও ডা. শোয়েব আরেফিন ওয়ালটনের এডিশনাল অপরেটিভ ডিরেক্টর প্রকৌশলী রবিউল আলমের কাছ থেকে পিপিই গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ওয়ালটনের ডেপুটি ডিরেক্টর (প্রডাকশন) প্রকৌশলী আপেল মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রকৌশলী আশিকুল ইসলাম, সিনিয়র ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রকৌশলী ফারহান সাদিক অনিক।

আপেল মাহমুদ বলেন, করোনাভাইরাসের রোগীদের চিকিৎসা দেওয়ার সময় চিকিৎসকরা যাতে আক্রান্ত না হন, সেই জন্য তাদের সুরক্ষায় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছে ওয়ালটন।



Comments are closed.

      আরও নিউজ