জুন ৯, ২০২৩ ১১:১০ বিকাল



জয়পুরহাটে ভূয়া চিকিৎসক আটক

 

নিজস্ব প্রতিবেদক জয়পুরহাট

জয়পুরহাটে ফারুক আহম্মেদ নামে এক ভূয়া ইউনানী চিকিৎসককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার দুপুরে ক্ষেতলাল উপজেলার ইটাখোলা বাজারে তার নিজ চেম্বার থেকে তাঁকে আটক করা হয়।পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃত ভূয়া ইউনানী চিকিৎসক ফারুক আহম্মেদ বগুড়ার সুলতানগঞ্জ পাড়ার আয়েজ উদ্দিনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমান জানান, সিট ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেকে রেজিষ্ট্রার্ড ইউনানী চিকিৎসক দাবি করে দন্ডপ্রাপ্ত ফারুক আহম্মদ ইটাখোলা বাজারে দীর্ঘদিন থেকে চিকিৎসা কার্যক্রম চালাচ্ছিলেন। একই সাথে বিভিন্ন জটিল রোগ সাড়ানোর কথা বলে তিনি এলোপ্যাথিক ও ইউনানী ঔষধ মানুষকে ধোকা দিয়ে চড়া মূল্যে বিক্রি করছিলেন। অভিযোগ পেয়ে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের অভিযানিক দলের সহযোগীতায় তাঁকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জড়িমানা অনাদায়ে আরো ১৫ দিন জেল দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।



Comments are closed.

      আরও নিউজ