জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটে বিদেশি পিস্তল, গুলি ম্যাগাজিনসহ জাকারিয়া হোসেন রকি (৩৫) নামে এক শীর্ষ সন্ত্রসীকে আটক করেছে র্যাব-৫ এর সদস্যরা।
মঙ্গলবার (৪ঠা মার্চ) রাতে, সদর উপজেলার পুরানাপৈল এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ৮টি ধারালো অস্ত্রসহ তাকে আটক করার দাবী করছে র্যাব। আটককৃত জাকারিয়া হোসেন রকি পুরানাপৈল এলাকার নজরুল ইসলামের ছেলে।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, আটককৃত জাকারিয়া হোসেন রকি সন্ত্রাসী গ্রুপ কাঁদামাটির সক্রিয় সদস্য। সন্ত্রাসী কর্মকান্ডের উদ্দেশ্যে তার দলের অন্যান্য সন্ত্রাসীদের নিয়ে পুরানাপৈল বাজারে পরিত্যক্ত কৃষি তথ্য সেবা ও পরামর্শ কেন্দ্রের অফিসের ভিতরে অবস্থান করছে, এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজিন, ধারালো অস্ত্রসহ তাকে আটক করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ছিনতাই অস্ত্রসহ প্রায় ১০টি মামলা রয়েছে।