মার্চ ২৫, ২০২৩ ১০:১৩ বিকাল



জয়পুরহাটে বাস খাদে পড়ে নিহত এক, আহত ২০

 

নিউজ ডেক্স

জয়পুরহাটের কালাই উপজেলার সরাইলে জয়পুরহাটগামী ঢাকা কোচ হানিফ পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত ও কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছে। জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের এ দূর্ঘটনা ঘটে । আহতদের জয়পুরহাট ও কালাই হাসপাতালে ভতি করা হয়েছে। নিহত নারী যাত্রীর কোন পরিচয় পাওয়া যায়নি। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

আহতরা হলেন, নওগাঁর বদলগাছি উপজেলার ইসমাইলপুরের বেলাল হোসেনের স্ত্রী দিলরুবা (৩০), গবরচোপাগ্রামের মৃত বকুলের স্ত্রী আনোয়ারা (৪৪), বগুড়ার শিবগঞ্জ উপজেলার শাদুরিয়া গ্রামের ফরিদুরের স্ত্রী সুলতানা (২৬) ও কন্যা তাবাচ্ছুম (৬), কিচকগ্রামের বাবুর মেয়ে মণি আক্তার (১৮), জয়পুরহাটের কালাই উপজেলার সড়াইল গ্রামের এরশাদের স্ত্রী শাহেনা (৩০), আঁওড়া গ্রামের অটো ভ্যান চালক তোজামের ছেলে মনোয়ার হোসেন (৩৫), জেলার ক্ষেতলাল উপজেলার কৃষ্ণনগর ফকিরপাড়া গ্রামের আমজাদের মেয়ে আশা (১৯), জয়পুরহাট সদর উপজেলার আরজি-অনন্তপুর গ্রামের আজিজুলের স্ত্রী শিউলি (৩৮), পুরানাপৈল গ্রামের বেলালের ছেলে সম্্রাট (২০) ও আবেদ আলীর স্ত্রী রঞ্জুয়ারা (৪৮) এবং দিনাজপুর জেলার হিলি এলাকার বকুল ইসলামের মেয়ে বন্যা (১৮)।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ খান জানান, সোমবার বিকেল সাড়ে চারটার দিকে কালাই উপজেলার সরাইলে জয়পুরহাটগামী ঢাকা কোচ হানিফ পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক নারী নিহত ও কমপক্ষে ১৫ জন বাসযাত্রী আহত হয়। আহতদের কালাই হাসপাতালে নেওয়ার পর গুরুতর ৬জনকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় জানা যায়নি।



Comments are closed.

      আরও নিউজ