জাকির হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত ফটোগ্রাফি প্রতিযোগিতার গতকাল ফলাফল প্রকাশ ও আজ পুরস্কার বিতরণ করা হয়েছে।
প্রতিযোগিতার বিষয় ছিলো “হামার কুড়িগ্রাম” এতে কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার ফটোগ্রাফাররা অংশগ্রহণ করেছিল। পুরস্কারের ক্ষেত্রে যেসব প্রাধান্য পেয়েছে, বিষয়বস্তু পাশাপাশি ছবির এঙ্গেল, কম্পোজিশন, লাইটিং।
১৬ ডিসেম্বর (সোমবার) ২০১৯ কুড়িগ্রাম পুলিশ লাইন স্কুল মাঠে বিকাল ৩:৩০ মিনিটে বিজয়ীদের মধ্যে পুরুষ্কার প্রদান করা হয়। বিজয়ীরা হলেন, নাঈম সিদ্দিকী, ভূবন কুমার, রাজু আহম্মেদ। প্রথম পুরস্কার ১৫,০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার ১০,০০০ টাকা এবং তৃতীয় পুরস্কার ৫,০০০ টাকা।
এসময় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম)।