জুন ৭, ২০২৩ ১:১৮ সকাল



জিয়া বাজারে ট্রাক চাপায় নিহত রিক্সা চালকের ফ্যামিলির পাশে দাঁড়ালেন ছাত্রলীগ

কুড়িগ্রাম সংবাদদাতা:

জিয়া বাজারে নিহত রিক্সাচালকের পরিবারের খোজ নিতে পাচঁগাছি ইউনিয়নে তার বাসায় যান কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ।এসময় নিহত সাইফুল ইসলামের বাসায় ছাত্রলীগের নেতাকর্মীরা বাজার খরচ নিয়ে যায়,যেমনটা সাইফুল ইসলাম বেচে থাকতে করতেন।এসময় জেলা ছাত্রলীগের হারুন অর রশিদ, মারুফ হাসান মাসুম,জাকিরুল বিপু,মেহেদী হাসান মুন্না, নিবিড়, মুনতাসীর স্বাধীন প্রমুখ এবং পাঁচগাছি ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের আহবায়ক মাহফুজ সোহেল এবং যুম্ম আহবায়ক মিলন উপস্থিত ছিলেন।তারাও সহযোগীতা করার কথা দেন।

কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তৌফিকুল ইসলাম টুটুল উত্তরবঙ্গের সংবাদ কে জানায়, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সাইফুলের পরিবারের পাশে দাড়িয়েছি।আজ বাজার সদাই নিয়ে গিয়েছি কিন্তু এইটা স্থায়ী কোন সমাধান নয়।আমরা চেষ্টা করছি তার পরিবারের জন্য স্থায়ী কোন ব্যবস্থা করার।মৃত্যু সাইফুল ইসলামের ছেলে পঞ্চম শ্রেনী পর্যন্ত পড়াশুনা করেছে,এখন তার বয়স ১৮ বছর।বেকার অবস্থায় এদিকে এখন তাকেই ফ্যামিলি দেখতে হবে।আমরা তার একটা কর্মসংস্থানের চিন্তা করতেছি।



Comments are closed.

      আরও নিউজ