জুন ১০, ২০২৩ ১২:৩০ সকাল



জিয়াউর রহমানই দেশে প্রথম জুয়া চালু করেছে: মাহবুবউল আলম হানিফ

জিয়াউর রহমানই দেশে প্রথম জুয়া চালু করেছে: মাহবুবউল আলম হানিফ
বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই দেশে প্রথম জুয়া চালু করেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, মুখে ধর্মের কথা বলে যুবসমাজকে অধর্মের পথ দেখিয়েছিল জিয়াউর রহমানই।দুপুরে রাজধানীর পাট গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।তিনি বলেন, জিয়ার চালু করা জুয়ার খেসারত এখন বর্তমান যুব সমাজকে দিতে হচ্ছে।হানিফ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশে থেকে মাদক, দুর্নীতি ও জুয়া নির্মুলে অভিযান চলছে। প্রধানমন্ত্রীর পরিশ্রমকে সফল করতে দুর্নীতি, মাদক, জুয়া সমাজ থেকে নির্মূল করা হবে বলে জানান তিনি।হানিফ বলেন, বাংলাদেশে মাদক জুয়া যেন চলতে না পারে সেজন্য ব্যবস্থা নেয়া হবে। একই সাথে যেখানেই এসব চলবে সেখানেই অভিযান চালানো হবে বলে জানান তিনি। সুত্রBd news



Comments are closed.

      আরও নিউজ