বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি
বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

জামালপুরের ইসলামপুরে রেলব্রিজে ট্রেনের ধাক্কা খেয়ে বন্যার পানিতে পড়ে এক কিশোর নিখোঁজ

শরীফ মিয়া স্টাফ রিপোর্টারঃ

শনিবার দুপুরে উপজেলার পাটনীপাড়া রেলব্রিজে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তিস্তা ট্রেনের ধাক্কায় পানিতে পড়ে যায় ওই কিশোর।

নিখোঁজ কিশোর মৃদুল (১২) ইসলামপুর পৌর শহরের বেপারীপাড়া গ্রামের বাবু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কয়েক বন্ধু মিলে পাটনীপাড়া রেলব্রিজ এলাকায় বন্যার পানিতে গোসল করতে নামে মৃদুল। গোসল শেষে লোহার ব্রিজের পশ্চিম পাশে বন্ধুদের অপেক্ষায় আনমনে দাড়িয়ে ছিল সে। হঠাৎ ট্রেন আসলে ধাক্কা খেয়ে পানিতে পড়ে যায় মৃদুল। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা।

ইসলামপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মাজহারুল ইসলাম জানান, বিকাল থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট নিখোঁজ মৃদুলের সন্ধানে উদ্ধারকাজ চালাচ্ছে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

সম্পর্কিত