আবদুল্লাহ আল বিন জুবায়ের,কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রনথগার দিবস উপলক্ষে ডিসি কার্যালয়ে সভা রুমে আলোচনা সভা ও পুরষ্কার বিতারনী অনুষ্ঠানে আয়োজন করা হয়৷ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এহেতেশাম রেজা জেলা প্রশাসক কুষ্টিয়া। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার,অতিরিক্ত জেলা প্রশাসক এবং প্রশাসনিক কর্মকতা,বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক, ছাএ ছাএী অবিভাবক এবং গণমাধ্যম ব্যক্তি উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় ডিসি বলেন, আমাদের বই পড়ার অভ্যাস করতে হবে। এক সময় লাইব্রেরি ছিল এখন লাইব্রেরি আছে৷ কিনতু আমরা মোবাইল ও ডিভাইসের প্রতি আসক্ত হয়ে আমরা বই পড়া থেকে পিছিয়ে যাচছি। এবং আমাদের ছাএছাএীদের সৃজনশীলতা বিকাশে বাধা সৃষ্টি করেন৷ এসময় তিনি শিক্ষক, অবিভাবককে বই পড়ার প্রতি আহবান করেন। ডাক্তার, ইন্জিনিয়ার আমরা যত কিছু হচ্ছি না কেন তথ্য আদান প্রদান এবং বই পড়ার অভ্যাসের মাধ্যমে সম্ভব এবং গুরুত্বপূর্ণ আলোচনা করেন। অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের বলেন আধুনিক বাংলাদেশ গড়তে বই পড়ার গুরুত্ব অপরিসীম। পৃথিবীর সব কিছু বেইমানি করলে বই কখনো বেইমানি করে না৷ যারা রাস্তায় ইভটিজিং করেন তাদেরকে বই পড়ার অভ্যাসের মাধ্যমে তাদের কে আমরা ফিরিয়ে আনতে পারি৷
আলোচনা সভা শেষে কৃতি শিক্ষাথীদের উন্মুক্ত বই পাঠ প্রতিযোগিতা,রচনা প্রতিযোগিতা, চিএাংকন প্রতিযোগিতা,উপস্থিত বক্তৃতার প্রথম, ২য়,৩য়, স্থান অধিকারীদের পুরষ্কার প্রদান করা হয়৷ এবং গ্রনথগার পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেসট প্রদান করা হয়৷