মার্চ ২৩, ২০২৩ ১১:৪৯ বিকাল



জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী ইউএনডিপি’র সহায়তা প্রদান

শাহিনুল ইসলাম লিটনঃ
আজ খলিলগঞ্জ আলোর ভূবন মাঠে ইউএনডিপির সহায়তায় পাঁচগাছি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ ২০০ পরিবারের মধ্যে বাড়িঘর পুনঃনির্মান/মেরামতের জন্য নগত অর্থ ও দ্রব্য সাম্রগী প্রদান করেন ।সহায়তার মধ্যে প্রতি পরিবারের জন্য এককালীন নগত ৭৫০০ টাকা, ২টি মশারী, ১টি ব্যাগ, ১টি বেলচা, ১টি হাত করাত, ১টি হাতুড়ি প্রদান করেন ।এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলার ইউএনও জনাব, নিলুফা ইয়াসমিন ও পাঁচগাছি ইউনিয়নের চেয়ারম্যান জনাব, দেলোয়ার হোসেন ।অনুষ্টানটি সহযোগিতা করেন রোভার স্কাউট কুড়িগ্রাম ইউনিট



Comments are closed.

      আরও নিউজ