বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জল, স্থল, আকাশ তিন পথেই আওয়ামীলীগ

সুরঞ্জন মজুমদার:গন্তব্যে পৌঁছাতে হলে অবশ্যই পথ ধরে চলতে হয় আমাদের৷ আমাদের চলার পথ কখনো সঠিক হয়, কখনো নানা ভুল পথ পাড়ি দিতে হয় গন্তব্যে পৌঁছানোর জন্য৷ আমাদের এই যাত্রাপথ প্রচলিত শ্রেনি বিন্যাসে জলপথ, স্থলপথ আর আকাশপথ জুড়ে বিস্তৃত৷ আমাদের চাহিদা, স্বাচ্ছন্দ, সময় ও রুচির উপর নির্ভর করে আমরা এদের যেকোনো একটি পথকে বেছে নেই যাত্রাকালে৷

আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশ আগামী পাঁচ বছর কোন পথে কাদের নেতৃত্বে পরিচালিত হবে তা জনগনের প্রত্যক্ষ ভোটে নির্ধারিত হবে৷ বহুদলীয় গণতান্ত্রিক নির্বাচন ব্যাবস্থায় ছোটো-বড় দলসমূহের পাশাপাশি ব্যাপকহারে সতন্ত্র প্রার্থীরাও নির্বাচনে অংশ নিচ্ছেন৷ প্রত্যেকের রয়েছে নিজস্ব দলীয় প্রতীক আর সতন্ত্রদের জন্য রয়েছে নিজেদের অগ্রাধিকারের ভিত্তিতে পছন্দের প্রতীক সমূহ৷ নির্বাচনের আর খুব বেশিদিন নেই৷ চারিদিকে ব্যাপক শোরগোল, নির্বাচনী প্রচারণা, মাইকিং এ যেনো এক উৎসবমুখর রমরমা পরিবেশ চারিদিকে৷ উৎসবের আমেজ একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যাবে ক্ষমতাসীন আওয়ামীলীগের মনোনয়ন পাওয়া প্রার্থীদের দলীয় প্রতীক নৌকা, সতন্ত্র প্রার্থীদের কারো কারো ঈগল আবার কারো ট্রাক, কাঁচি, ছড়ি ইত্যাদি। তবে এসবের মধ্যে নৌকা, ট্রাক ও ঈগল এই তিন প্রতীকের জয়জয়কার বেশি৷ মজার ব্যাপার হলো ঈগল এবং ট্রাক প্রতীক বেছে নেয়া সতন্ত্র প্রার্থীরা কোনো না কোনোভাবে ক্ষমতাসীন আওয়ামীলীগের দলীয় রাজনীতির সাথে জড়িত৷ কেউ কেউ রয়েছেন দলের নেতৃস্থানীয় পর্যায়েও৷ বলা যায় নৌকা, ঈগল এবং ট্রাক আওয়ামী মতাদর্শের প্রার্থীদের প্রতীক৷ শুরুতে বলেছিলাম পথ প্রসঙ্গে৷ বাংলাদেশ আগামী পাঁচ বছর কোন পথে যাবে কারা নেতৃত্ব দিবে এমন প্রশ্ন যখন ওঠে, তখন এর সাথে স্থলপথ, জলপথ, আকাশপথও জড়িয়ে পড়ে৷ আওয়ামী মতাদর্শের প্রতীক গুলো বিবেচনা করলে দেখা যায় নৌকা জলপথের যান, ট্রাক স্থলপথের আর ঈগলের নিজস্ব পথই তো আকাশ পথ৷ তাই আসন্ন নির্বাচনে প্রার্থীদের প্রতীক থেকে বোঝা যায় বাংলার জল, বাংলার স্থল এবং বাংলার আকাশ পথ বলতে গেলে আওয়ামী মতাদর্শেরই আয়ত্ত্বে। এখন শুধু ৭ জানুয়ারি নির্বাচনের অপেক্ষা৷

সম্পর্কিত