নিজস্ব প্রতিবেদক :নীলফামারী জেলার জলঢাকা থানার ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর দুর্ধর্ষ টাকা চুরির ঘটনার মূল হোতা সহ ০২ জন গ্রেফতার। ও চোরাই টাকা উদ্ধার। নীলফামারী জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ গোলাম সবুর পিপিএম স্যারের দিক নির্দেশনায় সুযোগ্য অফিসার ইনচার্জ জলঢাকা মহোদয় জনাব মোঃ মুক্তারুল আলম এর সার্বিক তত্ত্বাবধায়নে ।এসআই আহমদ উল্লাহ হক প্রধান এর নেতৃত্বে। জলঢাকা থানার বিশেষ অভিযান টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে জলঢাকা থানার মামলার ২২ তারিখ-২৫/১১/২৩ ধারা ৪৫৪/৩৮০ দঃবি এর আসামী ০১/ মোঃ শাহীন মিয়া (৩২) পিতা-মোঃ মমিনুর রহমান সাং-খালিশা খুটামারা দিঘলটারী আসামী ০২/ মোঃ কবির উদ্দিন (৩০) পিতা-মোঃ রফিকুল ইসলাম সাং-পশ্চিম কাঁঠালী (চোরপাড়া) উভয়ের থানা-জলঢাকা, জেলা-নীলফামারী দের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা চুরির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাহাদের দেখানো মতে চোরাই ৬০,০০০/(ষাট হাজার) টাকা ও তালা কাটার কাজে ব্যবহৃত হাইডোলিক কাটার আসামিদের বাড়ি হইতে উদ্ধার করা হয় । ধৃত আসামিগন বিজ্ঞ আদালতে নিজেদের দোষ স্বীকার করে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন।
