শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৬ হিজরি

জলঢাকায় জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় মহাসচিবের সাথে মতবিনিময় সভা

মো:তারাজুল ইসলাম,নীলফামারীর প্রতিনিধি:

নীলফামারী জলঢাকা উপজেলায় জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় মহাসচিবের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ১২:০০ টায় জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার অফিস কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম রাজ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো: আবুল বাসার মজুমদার, নির্বাহী সভাপতি শাহজাহান মোল্লা,যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ, প্রেসিডিয়াম সদস্য মো: সালাহউদ্দিন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্ধ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সহ-সভাপতি মো: এমদাদুল হক সাজু, সহ- সাধারণ সম্পাদক মো: তরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল- ইকরাম বিপ্লব চিশতী সহ সংগঠনের সকল সদস্য বৃন্দ।

এসময় কেন্দ্রীয় মহাসচিব বলেন, সকল সাংবাদিকদের আস্থা অর্জনে জাতীয় সাংবাদিক সংস্থা বদ্ধপরিকর। আপনারা কাজ করে যান জাতীয় সাংবাদিক সংস্থা আগে ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ।
এছাড়া জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি গুলো আরো গতিশীল ও সক্রিয় করার জন্য বিভিন্ন মত প্রকাশ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো রিয়াদ ইসলাম।

সম্পর্কিত