মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি
মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

জয়পুরহাট জেলায় কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম

মোঃ গোলাম মোরশেদ ( স্টাফ রিপোর্টার)ঃসেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে অদ্য ১৬-০২-২০২৪ খ্রি: জয়পুরহাট জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে।

জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম মহোদয় উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশ্যে বলেন কনস্টেবল নিয়োগ হবে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে। কোনো অনিয়ম বা দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না। শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে মেধাবী ও যোগ্য প্রার্থীদের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ দেয়া হবে।
এসময় পুলিশ সুপার এই নিয়োগকে কেন্দ্র করে প্রতারক ও দালালচক্র চাকুরী দেয়ার কথা বলে কারো কাছে কিছু দাবি করলে তৎক্ষণাৎ পুলিশকে অবহিত করার জন্য আহ্বান জানান। প্রতারকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও হুশিয়ারী প্রদান করেন পুলিশ সুপার। এসময় তিনি প্রতারক ও দালাল চক্রের প্রতারণা থেকে সাবধান থাকারও আহ্বান জানান নিয়োগ প্রার্থীদেরকে।

সম্পর্কিত