জয়পুরহাট জেলা প্রতিনিধি মোঃ ওয়ালিউল্লাহ হাসান: জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাকিমপুর কৈজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আজ ৩১ শে মার্চ কোমলমতি শিশুদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয় উক্ত ইফতার মাহফিলে অত্র ইস্কুলের সভাপতি জনাব মোঃ আতিয়ার হোসেন প্রভাষক সরাইল আদর্শ কলেজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সোহরাব হোসেন মন্ডল সাধারণ সম্পাদক কুসুম্বা ইউনিয়ন আওয়ামী লীগ ভাইস চেয়ারম্যান পাঁচবিবি উপজেলা পরিষদ এবং আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আরও উপস্থিত ছিলেন ৭ নম্বর কুসুম্বা ইউনিয়ন এর ওয়ার্ড সদস্য জনাব শাহানুর ইসলাম স্বপন প্রধান অতিথি বলেন আমরা ইচ্ছে করলেও অনেক পরিবার আছে যারা বাচ্চাদের মুখে ভালো একটু তার দিতে পারিনা তারা অনেক কষ্ট করে রোজা রাখার পর সামান্য একটু ভালো ইফতার পায় না তাই তাদের আনন্দ দেওয়ার উদ্দেশ্যে এ আয়োজন করা হয় এবং আমি আশা করব আগামী দিনে যেন এরকম আয়োজন বিদ্যালয় কতৃপক্ষ করতে পারে এবং শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশ বজায় রাখতে পারে তিনি ধন্যবাদ জানান আয়োজনকারী বিদ্যালয় প্রতিপক্ষকে এবং এর ধারাবাহিকতা আমরা যেন প্রতিটা প্রতিষ্ঠানে চালু করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে তিনি তার বক্তব্য শেষ করেন উক্ত অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন হাকিমপুর কৈজুরী মারকাজুল উলুম হাফিজিয়া ও কওমি মাদ্রাসার মুহতামিম সাহেব মোনাজাত শেষে শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করা হয়