শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

জয়পুরহাটে অবৈধভাবে ধান গুদামজাত করার দায়ে গুনতে হলো জরিমানা

স্টাফ রিপোর্টারঃ মোঃ গোলাম মোরশেদ জয়পুরহাট:

অবৈধভাবে ধান গুদামজাত করার দায়ে জয়পুরহাটে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মেসার্স মাহবুব ট্রেডার্স কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৫।

শনিবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে সদরের শুকতাহার মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে, র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি গোয়েন্দা দল মাহবুর ট্রেডার্স এর মালিক মোঃ লোকমান আলী‘র অবৈধভাবে ধান গুদামজাত করনের বিষয়টি তদন্ত শুরু করে এবং তদন্তে এর সত্যতা পায়।

পরবর্তীতে আজ দুপুরে জয়পুরহাট ক্যাম্পের চৌকশ আভিযানিক দল, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া ( জয়পুরহাট জেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) সহকারী পরিচালক
ইফতেখারুল আলম রিজভী, ও জয়পুরহাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুন কুমার প্রামাণিক এর নেতৃত্বে অবৈধভাবে ৩০ দিনের বেশি সময় ধান গুদামজাত ও ধান ক্রয়-বিক্রয়ের রশিদ উপস্থাপনে ব্যর্থ হওয়ায় মেসার্স মাহবুর ট্রেডার্স এর স্বত্বাধিকারীকে এই টাকা জরিমানা করা হয়।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত