মোঃ সারোয়ার হোসেন অপু,নওগাঁ প্রতিনিধিঃজয়পুরহাটের পুরানা পল্টন গেট এলাকা থেকে ইয়াবা ও হিরাইনসহ ০২ মাদক কারবারীকর।গ্রেফতার করেছে র্যাব-৫।
র্যাব প্রতিষ্ঠাকাল থেকেই দেশের সার্বিক আইন-শূঙ্খলা পরিস্থিতি সমুনত রাখার ল সব ধরনর অপরাধী কে আইনের আওতায় নিয়ে আসার অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সস্ত্রাসী, স-ঘবী অপরাধী, মাদক, অ্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামিসহ সকল অপরাধের বিরু নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়,, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল ল কাপ্টেন অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এর নেতৃত্বে ০৩ জানুয়ারি ২০২৪ তারিখ ১৬.৩০ ঘটিকায় জয়পুরহাট জেলার সদর থানাধীন পুরান পল্টন গেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০ পিচ ইয়াবা ও ০১ গ্রাম হরাইনসহ মাদক কারবারী ১১ মোঃ ইসমাইল হোসেন (৩৪), পিতা- মোঃ ময়নুদ্দিন, ২১ ঊসবু আকবর (৩৬), পিতা-নাছির আকবর, উভয়র সাং-মালামগাড়ী, কালাই, জেলা-জয়পুরহাটদ্বয় কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ইসমাইল এলাকার চিহ্নিত একজন মাদক কারবারী। গ্রেফতারকৃত সবু ইসমাইলের সহযাগী হিসেবে কাজ করতো বলে জানা যায়।এমন সংবার ভিত্তিতে গত কয়কদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গায়দা দল ইসমাইল এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। অদ্য ০৩-১-২০২৪ ইং তারিখ ১৬.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীরকে মাদকদ্রব্য ইয়াবা ও হিরোইন ক্রয়-বিক্রয়ের সময় জয়পুরহাট জেলার সদর থানাধীন পুরানা@পল্টন গেট এলাকায় র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল ইসমাইল ও সবুজ কে আটক করে পরবর্তীতে সবার উপস্থিতিতে উক্ত আসামীর নিকট রক্ষিত মাদক দ্রব্য ইয়াবা ২০ পিচ ও হিরোইন ০১ গ্রাম উদ্ধার করা হয়। মাদক সেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরে। রাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প গায়দা কার্যক্রম অব্যাহত রয়েছে।