তিস্তার গতিপথ পরিবর্তন রোধ, বালুদস্যুদের প্রতিরোধ, ভাঙ্গন ঠেকানো, নদী ভাঙ্গা ভুমিহীন ভুক্তভোগীদের ক্ষতিপূরণ ও তিস্তার স্বাভাবিক পানি প্রবাহের দাবিতে-
—জনসভা—
১৫ ফেব্রুয়ারি ২০২০ ইং রোজঃ শনিবার, সময়ঃ বিকাল ৩ ঘটিকা।
স্থান: হোকডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠ, থেতরাই, উলিপুর, কুড়িগ্রাম ।
প্রধান অতিথি: সুলতানা কামাল , সভাপতি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা
বিশেষ অতিথি: শরীফ জামিল , সাধারণ সম্পাদক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও সন্ময়ক, ওয়াটারকিপার্স বাংলাদেশ।
বক্তব্য রাখবেন:
মোঃ নাহিদ হাসান, সভাপতি, রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, জনাব লুৎফর রহমান সহ-সভাপতি বাংলাদেশ ভুমিহীন আন্দোলন, জনাব, আব্দুল জলিল শেখ সভাপতি আওয়ামী লীগ থেতরাই ইউনিয়ন শাখা , জনাব শেখ নাসির উদ্দিন সাধারণ সম্পাদক, বাংলাদেশ ভুমিহীন আন্দোলন ।
মোঃ আইয়ুব আলী সরকার চেয়ারম্যান, থেতরাই ইউপি, মোঃ আবুল কালাম আজাদ (খোকা) চেয়ারম্যান গুনাইগাছ ইউপি, মোঃ মোখলেছুর রহমান সাবেক চেয়ারম্যান গুনাইগাছ ইউপি, মোঃ আতাউর রহমান (আতা) সভাপতি- তারুণ্যের ঐক্য সমাজকল্যাণ সোসাইটি উলিপুর, কুড়িগ্রাম।
সভাপতিত্ব করবেন: ফরিদুল ইসলাম ফরিদ ,সভাপতি, তিস্তা নদী রহ্মা সংগ্রাম কমিটি , নির্বাহী সদস্য, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও পিপুলস সার্ক ওয়াটার ফোরাম, বাংলাদেশ।
সঞ্চালক: এডভোকেট প্রদীপ কুমার রায়, সাধারণ সম্পাদক,রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, কুড়িগ্রাম জেলা শাখা।
সঙ্গীত পরিবেশনায়: ভবতরী শিল্পী গোষ্ঠী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
সহযোগিতা: রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি কুড়িগ্রাম জেলা শাখা, তারুণ্যের ঐক্য সমাজকল্যাণ সোসাইটি উলিপুর ,কুড়িগ্রাম ও বাংলাদেশ ভুমিহীন আন্দোলন ।
___________________
আয়োজনে: তিস্তা নদী রহ্মা সংগ্রাম কমিটি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপ)