সোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই শাবান, ১৪৪৬ হিজরি
সোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই শাবান, ১৪৪৬ হিজরি

জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাই: তারেক রহমান

মোঃমকবুলার রহমান,নীলফামারী প্রতিনিধি:

তারেক রহমানের বক্তব্যে তরুণ প্রজন্মের প্রতি আস্থা এবং নতুন রাজনৈতিক উদ্যোগকে স্বাগত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের তরুণ সমাজ এখন রাজনীতি ও রাষ্ট্র বিষয়ে আগ্রহী হয়ে উঠেছে, যা দেশের গণতন্ত্রের জন্য ইতিবাচক দিক। গত দেড় দশকে এই তরুণরা একটি নির্বাচনেও ভোট দেওয়ার সুযোগ পায়নি। তাদের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হওয়া গণতন্ত্রের জন্য বড় চ্যালেঞ্জ। যদি এই তরুণরা জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন কোনো রাজনৈতিক দল গঠন করে, বিএনপি সেই প্রয়াসকে সাধুবাদ জানাবে।

শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে এক শিক্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, কোনো নতুন দল গঠন করতে গিয়ে রাষ্ট্রীয় বা প্রশাসনিক সুবিধা গ্রহণ করলে তা জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না। পাশাপাশি অন্য দলগুলোর প্রতি প্রতিহিংসামূলক আচরণও গ্রহণযোগ্য নয়।

তারেক রহমান আরও বলেন, তরুণ প্রজন্ম অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন পথ তৈরি করবে, তবে তা হবে স্বচ্ছ ও স্বাভাবিক। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে অযথা বিরোধ বা বিতর্ক সৃষ্টি সময়ের অপচয় ছাড়া কিছু নয়।

নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি না করার আহ্বান

বিএনপির এই নেতা বলেন, “জনগণের জন্য রাজনীতি করাই বিএনপির মূল লক্ষ্য। আমরা দেশের জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে চাই। নির্বাচন জনগণের ক্ষমতা প্রয়োগের প্রধান হাতিয়ার। তাই নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি করলে তা পরোক্ষভাবে গণতন্ত্রবিরোধী শক্তিকে সহায়তা করবে।”

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “জনগণের ধারণা, একটি নির্দলীয় অরাজনৈতিক অন্তর্বর্তী সরকার বাজার সিন্ডিকেটের কবল থেকে জনগণকে মুক্তি দিতে সক্ষম। তবে বর্তমান সরকার তা করতে ব্যর্থ হয়েছে। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং জনগণের ওপর ভ্যাটের বোঝা চাপিয়ে দেওয়া নিয়ে মানুষের মনে প্রশ্ন উঠছে।”

গণতন্ত্রের জন্য ঐক্যের আহ্বান

তারেক রহমান বলেন, “অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধতা থাকলেও তাদের ব্যর্থ হতে দেওয়া যাবে না। হাজারো শহীদের রক্তের বিনিময়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে সরকার ক্ষমতায় এসেছে। এখন সময় এসেছে সেই অঙ্গীকার বাস্তবায়নের।”

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “শেখ হাসিনা সরে গেছেন, কিন্তু আমাদের সংগ্রাম এখনও শেষ হয়নি। আদালতে হাজিরা দেওয়া এখনও বন্ধ হয়নি। তাই আমাদের আন্দোলন চলতেই থাকবে।”

শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল মঈন খান এবং সেলিমা রহমান প্রমুখ।

সম্পর্কিত