মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি
মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃলালমনিরহাট জেলার আদিতমারীতে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। গতকাল সোমবার রাত দুই টার দিকে জমিতে পানির ড্রেনকে কেন্দ্র করে বড় ভাই মিজানুর রহমান (৬৫) কে ছোট ভাই রবিউল ইসলাম (৪৫) কোদাল দিয়ে আঘাত করলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বড় ভাই । নিহত মিজানুর আদিতমারী বসিনটারী এলাকার খাইরুল ইসলামের ছেলে।এলাকাবাসী জানায়, নিহত মিজানুর ছোট ভাই রবিউল ইসলাম এর জমি দিয়ে খেতে পানি দেওয়ার জন্য পানির ড্রেন তৈরি করছিলেন। এতে ছোট ভাই ড্রেন তৈরিতে বাধা দেয় এক পর্যায়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই রবিউল বড় ভাই মিজানুর কে কোদাল দিয়ে আঘাত করে। এতে মিজানুর রহমান গুরুত্ব আহত হলে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্স পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর মারা যায়।আদিতমারি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান। এ ব্যাপারে আদিতমারী থানায় একটি হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে। পুলিশ আসামি গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে।

সম্পর্কিত