মার্চ ৩১, ২০২৩ ১২:২৮ বিকাল



ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের গায়েহলুদ সম্পন্ন হয়েছে

 

বৃহস্পতিবার রাজধানী ঢাকার একটি ক্লাবে তার হলুদসন্ধ্যার আয়োজন করা হয়।
আজ শুক্রবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

সাবিলার পাত্র দীর্ঘদিনের প্রেমিক নেহাল সুনন্দ তাহের। তিনি বর্তমানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কর্মরত।

টানা তিন বছর চুটিয়ে প্রেমের পর নেহালের ঘরনি হচ্ছেন সাবিলা। রাজধানীর একটি অভিজাত ক্লাবে বিয়ের আয়োজন সম্পন্ন হবে। আর ২৭ অক্টোবর হবে বৌভাত।

২০১৪ সালে মডেলিং দিয়ে বিনোদন অঙ্গনে ক্যারিয়ার শুরু করেন সাবিলা নূর। ‘ইউটার্ন’, ‘জোনাকির আলো’, ‘বুলেট প্রুফ ম্যারেজ’, ‘থ্রি ফ্রেন্ডস’, ‘ক্ষরণ’, ‘অপরাজিতা তুমি’সহ অনেক দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। টিভি বিজ্ঞাপনেও জনপ্রিয় মুখ সাবিলা।

বর নেহাল সম্পর্কে সাবিলা নূর বলেন, ‘ও খুবই ভালো বন্ধু আমার। আমার কাজকেও সাপোর্ট করে সে। ফলে আমি আমার কাজও চালিয়ে যেতে পারব।’ যুগান্তর



Comments are closed.

      আরও নিউজ