নিউজ ডেস্ক:রবিবার (৩১ মার্চ) দুপুরে পৌর এলাকার মালিরচর সরকারপাড়া এলাকায় এঘটনা ঘটে। ঘাতক ছেলে জাহিদকে (৩৫) আটক করেছে পুলিশ। নিহত রাবেয়া খাতুন বকশীগঞ্জ পৌর এলাকার মালিরচর সরকারপাড়া এলাকার মৃত হযরত আলীর স্ত্রী।
স্থনীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে ছেলের বৌ মিশি আক্তারের সঙ্গে বাকবিতণ্ডা হয় রাবেয়া খাতুনের। এসময় ছেলে জাহিদ পাশেই দা দিয়ে কাজ করছিল। বউ ও মায়ের সঙ্গে ঝগড়া দেখে জাহিদ হাতে থাকা দা দিয়ে তার মা রাবেয়া খাতুনের মাথায় আঘাত করলে গুরুতর আহত হয়। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মারা যান তিনি।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাড়ির পাশের ভুট্টাখেত থেকে ছেলে জাহিদকে গ্রেপ্তার করা হয়। যে দা দিয়ে মা’কে আঘাত করা হয়েছে, আলামত হিসেবে সেটিও উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।