মোঃ আক্তারুজামান আসিফ:২৫ নভেম্বর ২০২৩ চিলমারী প্রি-ক্যাডেট মাদরাসার প্রথম তলায় ১ম থেকে ৫ম শ্রেনীর ২০২৪ সেশনে ক্লাস সংকুলান না হওয়ায় দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ সম্পূর্ণ , এসময় উপস্থিত ছিলেন কাজী মাওলানা আব্দুল গফুর যুক্তিবাদী, প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ, মোঃ খাদেমুল ইসলাম, নির্বাহী পরিচালক ও প্রধান উপদেষ্টা, মোঃ খোরশেদ আলম, পরিচালক, মোঃ জাহিদুল ইসলাম রাজা, ক্যাডেট কেয়ার ও একাডেমি প্রধান, মোঃ আখতারুজ্জামান আসিফ, উপস্থাপক, হ্যালো কুড়িগ্রাম, হামার ২০গ্রাম, এবং শিক্ষক মণ্ডলীগণ উপস্থিত ছিলেন। কাজী মাওলানা আব্দুল গফুর যুক্তিবাদী বলেন আলহামদুলিল্লাহ, চিলমারী ক্যাডেট মাদ্রাসার পথ চলার ২ টি বছর পার হয়ে যাচ্ছে। প্রথম বছরে নতুন ভবনের প্রথম ছাদ, ২য় বছরে ২য় ছাদ। ইনশাআল্লাহ সামনের রমজানে আর একটি ছাদ দেওয়া হবে। আল্লাহ তায়া’লার অশেষ রহমতে চিলমারী প্রি ক্যাডেট মাদ্রাসার শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে শিক্ষার মান অনেক এগিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ চিলমারী প্রি ক্যাডেট মাদ্রাসা প্রমাণ করে দিয়েছে অর্থ বুঝে হেফজ করা সব থেকে বেশি সহজ। (দীর্ঘ ৫ বছরের গবেষণায়, অর্থ বুঝে হেফজ করার অভিনব কৌশল বাংলাদেশে আমরাই প্রথম )
চিলমারী প্রি ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থীরা খুব সহজেই অর্থ বুঝে হেফজ করছে। ইনশাআল্লাহ ২০২৪ সেশনের সকল ছাত্র ছাত্রীদের পড়াশোনার মান বজায় রাখার জন্য মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।