রুবেল মিয়া (চিলমারী) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীর শরীফের হাট প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে । (রবিবার ১লা জানুয়ারি) দুপুর ১২ টায় শরীফর হাট এম ইউ উচ্চ বিদ্যালয়ের মাঠে বই বিতরণ অনুষ্ঠান উপলক্ষে আলোচনা আয়োজন করা হয়ে ।উক্ত আলোচনা সভায় শরীফর হাট এম ইউ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাজেদুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শাহ্, উপজেলা নির্বাহী অফিসার এ , ডব্লিউ এম রায়হান শাহ ,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর কুদ্দুছ সরকার, জেলা সদস্য রেজাউল করীম লিচু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তাহের আলী প্রমূখ। পরে ইংরেজী নববর্ষের প্রথম দিনে চিলমারী উপজেলার শরীফের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শরীফের হাট এম ইউ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেন চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম ,নির্বাহী অফিসার এ ,ডব্লিউ এম রায়হান শাহ্