মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের চিলমারীতে একরাতে ৯৪টি গাছের গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা তেলীপাড়া এলাকায়।
এ ঘটনায় মোঃ আয়নাল হকের স্ত্রী মোছাঃ ছামসছুন্নাহার (৩৬), বাদী হয়ে মঙ্গলবার (৩০ জুলাই) চিলমারী মডেল থানায় মামলা করেছেন। তবে এজাহারে তিনি কারও নাম উল্লেখ করেননি।
গৃহিনী ছামসছুন্নাহার জানান, জীবিকা নির্বাহের তাগিদে তার স্বামী আয়নাল হক ঢাকায় অবস্থান করেন। গত ১৮ জুলাই তারিখ সন্তানদের নিয়ে ঢাকায় বেড়াতে যান। ২৯ জুলাই সকালে ঢাকা হতে বাড়ীতে এসে বসত বাড়ীর পিছনে তার রোপনকৃত তার বিভিন্ন বয়সের ৯৪টি বনজ ও ফলজ গাছের গোড়ায় অর্ধেক করে করাত দিয়ে কেটে ও ভেঙ্গে ফেলা অবস্থায় দেখতে পান।
তিনি আরও বলেন, এই জমিতে আমি শাকসবজি চাষ করি। এজন্য তিনটি পানির ট্যাপ এখানে লাগিয়েছি। সে ট্যাপগুলোও বিভিন্ন সময় রাতের অন্ধকারে ভেঙ্গে রেখে যায়। এবারো ট্যাপগুলোর গোড়ায় ভেঙ্গে রেখে গেছে। এছাড়াও প্রায় সময় রাতে ঘরের টিনের চালে ইট ও পাথর দিয়ে ঢিল ছুড়ে মারে। এতে আমি আমার সন্তানদের নিয়ে ভিতির মধ্যে দিয়ে জীবন পার করছি।
বুধবার দুপুরে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গাছগুলোর অর্ধেক করে করাত দিয়ে কাটা। কয়েকটি গোড়া কাটা গাছ ভেঙ্গে মাটিতে পরে আছে। বাকি যে গাছগুলো মাটিতে পরার উপক্রম তার দুই পাশে বাশ দিয়ে খুটি লাগানো হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।