বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

চিলমারীতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টার : কুড়িগ্রামের চিলমারীতে টয়লেটে যাওয়ার সময় সাপের কামড়ে আযম আলী (৩৫) নামে এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

শনিবার ভোরে উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের ছালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আযম আলী ওই এলাকায় মোজাম্মেল হকের ছেলে।

তবে পূর্বে তিনি একই ইউনিয়নের লালচামার চর এলাকায় ছিলেন। নদীভাঙনের পর তিনি ছালিপাড়ায় বসবাস করছিলেন।

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার প্রতিবেশী ফয়জার হোসেন । তিনি বলেন, আজ ফজরের আযানের সময় আযম আলী নিজ বাড়ীর টয়লেটে যাচ্ছিলেন। এসময় একটি  বিষাক্ত সাপ তার পায়ে কামড় দিয়ে গর্তে ঢুকে যায়। তার চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে পাশ্ববর্তী গ্রামের সৈয়দ জামান নামের এক ওঝার বাড়ীতে নিয়ে যায়। ওঝার ঝাড়-ফুঁকে কাজ না হওয়ায় আযম আলীকে চিলমারী স্বাস্থ্য কমপেস্নক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

 

সম্পর্কিত