মার্চ ২৩, ২০২৩ ১১:১০ বিকাল



চিলমারীতে সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে দিনব্যাপী নাট্য কর্মশালা অনুষ্ঠিত

চিলমারী (কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায় দিনব্যাপী নাট্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ফ্রেরুয়ারি) সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী অফিসারে পক্ষ্যে যৌথভাবে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল ইসলাম ও সমবায় কর্মকর্তা মোঃ মোতালেব হোসেন। চিলমারী শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দ্বায়িত্ব পালন করেন ফ্রেন্ডশীপ চিলমারী শাখার প্রজেক্ট অফিসার জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ব বিভাগের প্রাক্তন ছাত্র মোঃ আবু রায়হান। এসময় সমকালের চিলমারী প্রতিনিধি সহকারী অধ্যাপক নাজমুল হুদা পারভেজ, সুহৃদ চিলমারী শাখার সদস্য সচিব মিজানুর রহমান মিজান, উপদেষ্টা সদস্য সহকারী অধ্যাপক জিয়াউর রহমান জিয়া, কার্যকরী সদস্য ফায়সাল আহম্মেদ রকি, মাহমুদুল হাসান মাসুম, রুবেল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মশালায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। কর্মশালাটি বাস্তবায়ন করে নিবেদিতা সাংস্কৃতিক সংগঠন চিলমারী



Comments are closed.

      আরও নিউজ