মঙ্গলবার, ৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই সফর, ১৪৪৭ হিজরি
মঙ্গলবার, ৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই সফর, ১৪৪৭ হিজরি

চিলমারীতে সংস্কার পন্থি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টারঃ কোটা বৈষম্য নিরসনের একদফা দাবীসহ বাংলা ব্লকেড কর্মসূচিতে সারাদেশের বিভিন্ন স্থানে ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে কুড়িগ্রামের চিলমারীতে বিক্ষোভ মিছিল ও ছাত্রসমাবেশ করেছে চিলমারী উপজেলার সংস্কার পন্থি শিক্ষার্থীরা।
রোববার বিকেলে উপজেলার কলেজ মোড় এলাকা থেকে সাধারন শিক্ষার্থীদের একটি মিছিল বের হলে পিছনে ছাত্রদলের নেতৃত্বে আরও একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল দুটি উপজেলার এলএসডি মোড়-রনি মোড় হয়ে বাজার ঘুরে একই এলাকায় এসে শেষ হয়। ছাত্রদলের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলটি চলে যাওয়ার পর সেখানে সাধারন শিক্ষার্থীরা রাস্তায় বসে অবস্থান নেয়। ঘন্টাব্যাপী অবস্থান সমাবেশে এক দফা এক দাবী নিয়ে বিভিন্ন বক্তব্য রাখেন শিক্ষার্থীরা।
চিলমারী মডেল থানার ওসি প্রাণ কৃষ্ণ দেবনাথ জানান,শিক্ষার্থীরা শান্তিপূর্নভাবে মিছিল করেছে। মিছিল এবং সমাবেশকে ঘিরে অনাকাঙ্খিত কোনো ঘটনা ঘটেনি। পরিবেশ স্বাভাবিক রয়েছে।

সম্পর্কিত