মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে শিশু সুরক্ষা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে )সকালে উপজেলার চিলমারী নদী বন্দর ঘাট সংলগ্ন বজরা দিয়ারখাতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্প ও আরডিআর এস বাংলাদেশ সহযোগিতায় রমনা ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা যুব প্লাটফর্ম ও রমনা ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৪নং রমনা মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম আশেক আঁকা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বজরা দিয়ারখাতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ শামীমা খাতুন, চিলমারী নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই মোঃ নাজমুল হোসেন, রমনা ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য রোকনুজ্জামান স্বপন প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এতে সভাপতিত্ব করেন রমনা ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থা (ফেডারেশন)এর সাধারন সম্পাদক মোঃ আমজাদ হোসেন।