মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে ইটালিয়ান ব্রান্ড লোটোর ২৬৭ তম শাখা উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে শাখার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ রুকুনুজ্জামান শাহীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়কর বিভাগ রংপুরের ইন্সপেক্টর মোঃ আসাদুজ্জামান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, বিশিষ্ট ব্যবসায়ী ও থানাহাট বনিক কল্যান সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ মাহফুজার রহমান মঞ্জু, প্রেসক্লাব সভাপতি সহকারী অধ্যাপক মোঃ মনিরুল আলম লিটু, সাবেক সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ মামুন অর রশীদ, লোটো বাংলাদেশের রংপুর এরিয়া ম্যানেজার রাসেল মাহমুদ, লোটো ভিজুয়াল মার্সেন্ডাইজার শাহা আলম সরদার প্রমুখ।
লোটোর চিলমারী শাখার ব্যবস্থাপনা পরিচালক মেহেদি হাসান শান্ত বলেন, লোটো শোরুমের ২৬৭তম ও চিলমারী শাখার উদ্বোধন উপলক্ষ্যে আগামী তিনদিন ( রবিবার পর্যন্ত) ১০ শতাংশ ডিসকাউন্টে কিনতে পারবেন গ্রাহকরা।