রুবেল মিয়া চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
‘কন্যা শিশুর অগ্রযাত্রা দেশের জন্য নতুন মাত্রা’ এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে মাধ্যমিক স্কুল পর্যায়ে মেয়ে শিশুদের বিতর্ক প্রতিযোগিতা আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ডিসেম্বর) সকাল ১১টায় আরডিআরএস বাংলাদেশের বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্পের সহযোগিতায় মাধ্যমিক স্কুল পর্যায়ে মেয়ে শিশুদের বিতর্ক প্রতিযোগিতা আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়। শরীফেরহাট এম ইউ উচ্চ বিদ্যালয়ে মাঠে ‘আইন নয়-জন সচেতনতাই পারে বাল্যবিবাহ প্রতিরোধ করতে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে শরীফের হাট এম ইউ উচ্চ বিদ্যালয় বনাম চিলমারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ী হন শরীফের হাট এম ইউ উচ্চ বিদ্যালয় ।পরে রমনা ইউপি চেয়ারম্যান আজগার আলী সরকার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাখেন অত্র বিদ্যালয়ের সভাপতি সাজেদুল ইসলাম স্বপন বক্তব্য রাখেন চিলমারী গোলাম হাবিব মহিলা কলেজের প্রভাষক আব্দুর রহমান রতন, মামুনুর । অন্যান্যদের মধ্যে শরীফের হাট এম ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ ,চিলমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লেলিন একবাল ,সাপ্তাহিক যুগের খবরের সাংবাদিক এসএম নুরুল আমিন সরকার,ইউনিয়ন ফ্যাসিলিটিটের মোঃ মশিউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।