মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

চিলমারীতে বিএনপি’র ৩ শতাধিক নেতাকর্মী আ,লীগে যোগদান

মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল জলিল সরকারের নেতৃত্বে তিন শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের কুড়িগ্রাম জেলা সভাপতি জাফর আলী সরকার তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

বৃহষ্পতিবার (২ জানুয়ারি) বিকেলে থানাহাট এ ইউ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আওয়ামী লীগের নৌকা প্রার্থী এ্যাভোকেট বিপ্লব হাসান পলাশের সমর্থনে নির্বাচনী জনসভায় আনুষ্ঠানিকভাবে তারা আওয়ামী লীগে যোগদান করেন।

আওয়ামী লীগে যোগদান শেষে আব্দুল জলিল সরকার বলেন, তারা বুঝে শুনে স্বেচ্ছায় আওয়ামী লীগে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন, তার দেশপ্রেম ও রাজনৈতিক প্রজ্ঞায় অনুপ্রাণিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কর্মী হতে তারা আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

চিলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কুড়িগ্রাম জেলা সভাপতি জাফর আলী সরকার, চিলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু, জেলা পরিষদ সদস্য ও চিলমারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামিনুল হক, রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম মিনু, কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী এ্যাভোকেট বিপ্লব হাসান পলাশ প্রমূখ বক্তব্য রাখেন।

সম্পর্কিত